ঘুরতে গিয়ে বড়সড় বিপদের মুখে আরাত্রিকা! কি হয়েছে অভিনেত্রীর?

আরাত্রিকা মাইতি

বড়সড় দুর্ঘটনার কবলে অভিনেত্রী আরাত্রিকা মাইতি। সম্প্রতি অভিনেত্রীর পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিছুদিন আগেই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানে ট্র্যাকিং করার সময়তেই ঘটলো রক্তারক্তি কাণ্ড। কি এমন ঘটল অভিনেত্রীর সাথে?

পাহাড়ি এলাকায় বর্ষার কালে অনেক জোক থাকে আর সেই জোক পায়ে আটকে রক্ত বের করে নিয়েছে অভিনেত্রীর। সেই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে সতর্ক করেছেন আরাত্রিকা।

আরাত্রিকা ফেসবুক পোস্টে লেখেন, ‘যাঁরা দার্জিলিং এর বিভিন্ন জঙ্গল বা পাহাড়ি এলাকায় ঘুরতে আসেন এই সতর্কতা তাঁদের জন্য। Chhangi Falls এরকম একটি জায়গা । আমরা গিয়েছিলাম কিন্তু falls পর্যন্ত পৌঁছাই নি , আমরা অর্ধেক রাস্তা গিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছি । কারণ… জোঁক।’

‘একে খুব চড়াই উতরাই , তার ওপর ঘন দুর্গম স্যাঁতসেঁতে , ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা। আর অজস্র জোঁক পিলপিল করে পোশাকে , গায়ে আটকে যায় , রক্ত চুষে নেয় । জোঁক লাগলে কোনোভাবে ছাড়াতে পারবেন না, যদি না সাথে নুন/লবণ ( salt) থাকে। তাই এই সব রাস্তায় ট্রেকিং করতে গেলে অবশ্যই সঙ্গে লবণ রাখবেন, আর পারলে এই সব জায়গা বিশেষত বর্ষাকালে যাওয়া থেকে বিরত থাকুন ।’