বাংলার সারেগামাপা চলতি সিজেনে সকলেই আশা করেছিলেন প্রতিযোগী আরাত্রিকা সিনহা জয়ী হবে। তবে দর্শকের আশায় জল ঢেলে দেন বিচারকরা। প্রথম তিনেও জায়গা পায়নি।
আরাত্রিকা প্রথম থেকে সারেগামাপার মঞ্চে গণসঙ্গীত গেয়েই দর্শকের মন জিতেছে। যার জন্য তাকে ‘খুদে কমেরেড’ এর তকমা দেওয়া হয়। তবে এবার তার একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।
গণসঙ্গীতের পাশাপাশি আরাত্রিকা যে ক্লাসিক্যাল সঙ্গীতেও পটু তা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ পাওয়া গেল। আকাশ আটের গুড মর্নিং আকাশ নামক একটি শোতে ক্লাসিক্যাল সঙ্গীত শোনান আরাত্রিকা। তার কণ্ঠে ক্লাসিক্যাল সঙ্গীত শুনে মুগ্ধ হয়ে যায় নেটিজেনরা।
এক নেটিজেন সেই ভিডিও শেয়ার করে লেখেন, ‘যারা হিংসে করে বলে, আরাত্রিকা নাকি শুধু গণসংগীত গাইতে পারে, তাদের এই ক্লাসিকাল বেসড্ গানটা ভালো করে শুনতে অনুরোধ করছি।’
সুত্রঃ https://bangla . hindustantimes . com