জি-বাংলার নতুন ধারাবাহিকের মধ্যে জমে উঠেছে ‘চিরদিনই তুমি যে আমার’। যান নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অল্প কিছু সময়ের মধ্যে আর্য আর অপুর রসায়ন মন জিতে নিয়েছে।
ইতিমধ্যে ধারাবাহিকে দেখানো হয়েছে। অপু যখন ঘুমিয়ে পড়ে আর্য নিজের মনের কথা অপুকে জানিয়ে দেয় কিন্তু অপু সব শুনে নেয়। এদিকে আর্য জানে না অপু সব জানে। তবে এসবের মাঝেই ধারাবাহিকে প্রবেশ ঘটতে চলেছে তৃতীয় ব্যক্তি।
খুব সম্ভবত অপুর নতুন নায়ক। আর এই চরিত্রে ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন অভিনেতা সৌরভ ভট্টাচার্য। ভিলেন চরিত্রেই দেখা যাবে তাকে। সদ্য ধারাবাহিকের একটি ভিডিও প্রকাশ পেয়েছে।
নতুন ভিলেন নীল দত্ত মীরার নির্দেশে অপুর কাছাকাছি আসার চেষ্টা করবে। অপু আর আর্যকে কোনভাবেই কাছাকাছি আসতে দেবেনা। এদিকে নিজের বয়সের ফারাক জন্য হীনমন্যতায় ভুগবে আর্য। এবার দেখা যাক আগামীদিনে কি হয়?