সিরিয়াল ছাড়াও নতুন পেশায় পা রেখেছেন ‘জগদ্ধাত্রী’ খ্যাত কৌশিকী ওরফে রূপসা চক্রবর্তী

 রূপসা চক্রবর্তী

বাংলা টেলিভিশন জগতে রূপসা চক্রবর্তীকে চেনেন না, এমনটা হওয়া অসম্ভব! বাংলা ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে ঠিকিই, তবে রূপসা চক্রবর্তী অনবদ্য অভিনয় যেকোনো মুখ্য চরিত্রকে হার মানিয়ে যাবে। বাংলার ঘরে ঘরে মানুষের খুব প্রিয় বাংলার এই মেয়ে।

স্বামীর স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরেই আসা এই জগতে। বাংলা ধারাবাহিকে কখনো নন্দন, কখনো জা আবার কখনো বৌদি চরিত্রে তাকে অভিনয় দেখা যায়। একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী। জিতেছেন দর্শকের মনও।
বর্তমানে জি-বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করছেন। কৌশিকী মুখার্জী চরিত্রে তাক লাগিয়ে দিচ্ছেন। তবে জানেন কি শুধু অভিনয় নয়, অন্য এক পেশার সাথেও নিযুক্ত তিনি। কলকাতায় নিজের একটি বুটিকও চালান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের বুটিকে জিনিসপত্র তুলে ধরেন।
বেশ কিছু জনপ্রিয়তা অভিনেত্রীরা রয়েছেন যারা শুধু অভিনয় জগতেই নিজেদের বেঁধে রাখেননি বরং নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য ব্যবসাও করে থাকেন। তাদের মধ্যেই একজন হলেন রুপসা।