শুধু তুখড় অভিনয় নয়, দারুণ কবিতা পাঠ করেন পর্দার রাই ওরফে আরাত্রিকা, কবিতা শুনে মুগ্ধ নেটিজেন

অভিনেত্রী আরাত্রিকা মাইতি

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। যিনি বর্তমানে ছোটপর্দায় ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে রাই চরিত্রে অভিনয় করছেন। খেলনা বাড়ি ধারাবাহিকের হাত ধরে দর্শক আরাত্রিকাকে চিনেছিলেন।

প্রথম মিতুল চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পর্দায় রাই নিজের অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন, ঠিক তেমনি আরও একটি প্রতিভা রয়েছে আরাত্রিকার। যা জানতে পেরে অবাক নেটিজেন।

অভিনয়ের পাশাপাশি দারুণ কবিতা পাঠ করেন আরাত্রিকা। সদ্য একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে আবৃতি পাঠ করতে দেখা যাচ্ছে, ফাঁকা সময়ে নিজের বাড়িতে বসেই আপনমনে কবিতা পাঠ করছেন। এই ভিডিও দেখার পর আরাত্রিকার গুণের প্রশংসা জানাচ্ছেন নেটিজেনরা।