জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। আপাতত এই ধারাবাহিকের আগামী ট্র্যাক কি হতে চলেছে তা জানার জন্য মরিয়া দর্শকেরা। আর্য-অপর্ণার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়িয়েছে অপর্ণার বাবা আর মা।
ধারাবাহিকের বর্তমান ট্র্যাকে দেখানো হয়, আর্য টাকা দিয়ে অপর্ণার বাবা সতীনাথ বাবুর অপারেশনের খরচ মেটায়। এদিকে আর্য আর অপর্ণার সমস্ত কথা দূর থেকে শুনে নেয় সুমী (অপর্ণার মা)। অপর্ণাকে তিনি আর্যকে ভুলে যেতে বলেন কিন্তু অপর্ণা জানিয়ে দেয় তার মাকে সে আর্য স্যারকে ভালোবাসে।
তবে ধারাবাহিকের আগামীদিনে ‘আর্যানা’ (আর্য-অপর্ণা) ভক্তদের মন ভাঙতে চলেছে। কারণ খুব সম্ভবত অপর্ণার বাবা আর্যকে তার মেয়ের জীবন থেকে সরে যেতে বলবে। অপর্ণার বাবার জন্যই অপর্ণার জীবন থেকে সরে যাবে আর্য।
অন্যদিকে ডাক্তার হিন্দোলের সাথে অপর্ণার বিয়ে ঠিক করবেন অপর্ণার বাবা-মা । যদিও অপর্ণা একেবারেই এই বিয়েতে মন থেকে রাজী থাকবে না। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই অপর্ণার আর হিন্দোলের আশীর্বাদের প্রোমো আসতে চলেছে। এই ধারাবাহিকে কানাডা আর তেলেগু ভার্সানের দিকে চোখ রাখলে খুব সম্ভবত এইভাবে এগোতে পারে ধারাবাহিকে আগামী ট্র্যাক। তাহলে কি মিল হয়ে ভেঙে যাবে আর্য-অপর্ণার প্রেমের কাহিনী? সেটা জানতে হলে চোখ রাখতে হবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে।