মায়ের ৮০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে এলেন অপর্ণা সেনের বড় মেয়ে কমলিনী, কেমন দেখতে অভিনেত্রীর মেয়েকে?

অপর্ণা সেনের বড় মেয়ে কমলিনী

অপর্ণা সেনের বড় মেয়েকে চেনেন? অভিনেত্রীর বড় মেয়ের নাম সার্চ করলে তার নাম এলেও ছবি কোনদিন খুঁজে পাওয়া যায়নি। অপর্ণা সেনের বড় মেয়ের নাম কমিলিনী চট্টোপাধ্যায়।

গত ২৬ শে অক্টোবর অপর্ণা সেনের ৮০ তম জন্মদিন পালন হয়েছে ধূমধাম ভাবে আর সেখানে দেখা মিলল কমিলিনীর। এদিন উপস্থিত ছিলেন অপর্ণার ছোট মেয়ে কঙ্কনা এবং কঙ্কনার চর্চিত প্রেমিক আমোলও।

অভিনেত্রী জন্মদিনের শেয়ার করা ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। সবচেয়ে বেশি নজর কেড়েছে ছোট মেয়ে কমলিনী, যিনি ডোনা নামে পরিচিত। ইন্ডাস্ট্রি থেকে শত হাত দূরে তিনি। আমেরিকায় ঘরকন্না সামলেছেন কমলিনী।

সাদা রঙা স্লিভলেস টপ আর প্যান্টে পড়ে মায়ের জন্মদিনে ধরা দিলেন তিনি। অঞ্জন দত্ত ভাগ করে নেন সেই ছবি। ছবিতেই অপর্ণাকে তার দুই মেয়ের সঙ্গে দেখা যায় । অঞ্জন দত্ত ক্যাপশনে লেখেন, ‘মা এবং তাঁর দুই মেয়ে আমার চেয়ে বেশি পছন্দ করে লিওনার্দ কোহেনকে’।