
জমে উঠেছে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের গল্প। সদ্য প্রকাশ পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। যা মাত্র ৪০ মিনিটে সাত হাজারের বেশি ভিউ পেয়েছে ইতিমধ্যে। প্রোমো অনুযায়ী, এবার সম্পর্ক ভাঙতে আর্য আর অপর্ণার।
প্রোমোতে দেখা যায়, মীরার মা মারা গেছে। আর্যকে জড়িয়ে ধরে মীরা বলে, দায়িত্ব নেবে তো আমার আর্য কারণ আমার যে আর কেউ রইল না। ঠিক তখনি এন্ট্রি হয় অপর্ণার। আর্য অপর্ণাকে বোঝাতে গেলে অপর্ণা তাকে দূরে সরিয়ে বলে স্যার, আর এগোবেন না.! মীরা ম্যামের আপনাকে এখন বেশি প্রয়োজন।
এরপর দেখা যায় অপর্ণা কান্নায় ভেঙে পড়ে। আর বলে স্যার আপনি আমায় এইভাবে ঠকালেন। তাহলে আর্যকে ভুল বুঝে কি দূরে সরে যাবে অপর্ণা? সেটা দেখা যাবে ধারাবাহিকের আগামীদিনে ।