এই মুহূর্তে ‘অপরাজিত’ ছবি ঘিরে তুমুল উত্তেজনা। কিংবদন্তি সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ জানিয়ে তৈরি এই ছবি নন্দনে জায়গা না পেলেও বক্স অফিসে ব্যাপক সাফল্য। মাত্র ৬ দিনে দেড় কোটি টাকার ব্যবসা করল এই ছবি।সিনেমা হল থেকে বেরিয়ে টলি তারকা থেকে সাধারণ মানুষ একটাই মন্তব্য, “এটা জিতু কামাল না আসল সত্যজিৎ রায়”। দর্শক ফিরে পেল সেই সোনালি যুগ। কিন্তু আক্ষেপ একটাই ‘মিনি’, ‘কিশমিশ’, ‘রাবণ’ এর মতো সিনেমা স্লট পেলেও ঠাঁই পেল না ‘অপরাজিত’।
তবে এবার স্বপ্নের দৌড়ে জিতু-অনীকের ‘অপরাজিত’। দুবাইয়ের পথে এই ছবি। আগামী ২৬ মে থেকে দুবাই, শারজাহ, আবু ধাবিতে মুক্তি পাবে অপরাজিত। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার সাতটি শহরেও এবং ইউরোপের বেশ কিছু শহরেও দেখানো হবে এই ছবি।
তথ্যের খবর অনুযায়ী, বর্তমানে মুম্বইতেও ‘অপরাজিত’-র শো হাউজ-ফুল। শুধু নন্দনে বসে সত্যজিৎ-নস্ট্যাজিয়ায় ভাসতে পারলেন না বাঙালি দর্শক।