সেটে চরম দুর্ব্যবহার! ‘যত বড় নায়িকা হোক না কেন, একজন মেয়ে হিসাবে…’, গার্গী রায়চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অপরাজিতার

অপরাজিতা আঢ্য

বাংলা সিনেমা জগতের অত্যন্ত জনপ্রিয় দুই অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) এবং গার্গী রায় চৌধুরী (Gargi Roychowdhury)। দুইজনই বহু বছর ধরে রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। সিরিয়াল এবং সিনেমা দুজনেই চুটিয়ে কাজ করেছেন।

বাংলা সিনেমা জগতের অত্যন্ত জনপ্রিয় দুই অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) এবং গার্গী রায় চৌধুরী (Gargi Roychowdhury)। দুইজনই বহু বছর ধরে রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। সিরিয়াল এবং সিনেমা দুজনেই চুটিয়ে কাজ করেছেন।

একবার নিউজ এইন্টিন বাংলা’কে দেওয়া এক সাক্ষাত্কারে অভিনেত্রী অপরাজিতা আঢ্য প্রায় ৭ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা ফাঁস করেছেন। অপরাজিতা জানান, “একবার পিরিয়ডসের সময় আমার খুব শরীর খারাপ লাগছিল বাথরুম নিয়ে সমস্যায় পড়তে হয়। আমার মেক-আপ রুমে কোনও অ্যাটাচ টয়লেট ছিল না। তখন আমাকে পাবলিক টয়লেটই ব্যবহার করতে হত।

তখন কমন টয়লেট’টার খুব জঘন্য অবস্থা। সেদিন প্রোডিউসার, ডিরেক্টর সকলেই অনুরোধ করেছিল, ওইদিন যেন আমাকে গার্গীদির রুমের টয়লেটটা ব্যবহার করতে দেওয়া হয়। কিন্তু উনি দেননি, আমাকে ঢুকতে দিত না। এটা আমাদের ইন্ডাস্ট্রির অনেক হিরো-হিরোইনের অসভ্যতা ছিল যে নতুনদের আমি নিজের মেক-আপ রুমে ঢুকতে দেব না, আমার টয়লেট ব্যবহার করতে দেব না। যেটা আমরা কোনওদিন করি না.. এটা খুব দুঃখজনক ঘটনা, আমার খুব খারাপ লেগেছিল।”

অভিনেত্রী কথায়, “একটা মেয়ে হিসাবে কিছু সময়ে হেলপ করা উচিত, সেটা আমি যত বড় হিরোইন হই না কেন, যাই হই না কেন।”