স্টার জলসার আসছে লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক ‘চিরসখা’। অবশেষে সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো। আগেই বলে রাখি, ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস এবং অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। অসমবয়সি প্রেমের গল্প ফুটে উঠবে এই ধারাবাহিকে।
লীনা গাঙ্গুলির ধারাবাহিক বলতে দর্শকের মাথায় প্রথমে আসে পরকীয়া, একাধিক বিয়ে। ধারাবাহিকের প্রথম প্রোমোতে সেই ইঙ্গিত মিলল। নায়িকার নিজের বরের বন্ধুর সাথেই সম্পর্কে জড়িয়ে এবং পরবর্তীকালে তার সাথেই বিয়ে হবে।
ধারাবাহিকের প্রোমোতে দেখা গেল, ‘অধরা মাধুরী’তে বাড়িতে পাত্র পক্ষ এসেছে সম্বন্ধ দেখতে। আর সেখানে পাত্র পক্ষের সামনে প্রথমে এসে দাঁড়ায় সুদীপ। নিজের পরিচয় দিয়ে বলে, ‘নমস্কার আমি স্বতন্ত্র বোস। আমি সম্পর্কে বুবলাইদের কাকা হই।’
পাত্র পক্ষের পাল্টা প্রশ্ন, ‘কীরকম কাকা’। কোনও উত্তর না দিয়ে সেখান থেকে সরে আসে সুদীপ। তার পরেই এন্ট্রি হয় নায়িকা অপরাজিতার। সে এসে জানায়, ‘আমার স্বামীর বন্ধু ছিলেন তিনি’। পাত্র পক্ষ জানায়, ‘নিজের কেউ নয়’। প্রশ্নের উত্তরে অপরাজিতা বলে, ‘নিজের লোকের থেকেও অনেক বেশি। আমার স্বামীর মৃত্যুর পর, নিজের লোককে পাশে পাইনি কিন্তু। এর চেয়ে বেশি নিজের আর কেউ নেই দিদি’। ধারাবাহিকের প্রথম প্রোমো মাত্র ১ ঘণ্টার মধ্যে ১০০০০ বেশি ভিউ পায়। বোঝাই যাচ্ছে লীনা গাঙ্গুলির এই নতুন মেগার সাফল্য পাওয়ার সম্ভবনা খুব বেশি। এখন দেখার বিষয় কোন স্লটে আসে এই মেগা ধারাবাহিক।