‘মা’ ধারাবাহিকে বহু বছর পর ফের একসঙ্গে পর্দায় অপরাজিতা-প্রিয়াঙ্কা

অপরাজিতা-প্রিয়াঙ্কা

স্টার জলসার ‘মা’ সিরিয়ালে মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ‘মা’ সিরিয়ালে বুবলি চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।

সেই সময় থেকে মা-মেয়ের সম্পর্ক বাস্তবেও জমে উঠেছিল। অফস্ক্রিনেও অপরাজিতাকে মায়ের মতোই স্নেহ করে প্রিয়াঙ্কা। মাঝেমধ্যেই তাদের একসঙ্গে দেখা যায়।

তবে এবার বহুবছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন অপরাজিতা আর প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার উদ্যোগে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। মা আর মেয়ে হয়েই মিউজিক ভিডিওতে ধরা দেবেন তারা।