“আমাদের বিয়ে হয়েছে ঠিকই কিন্তু…”, ঋত্বিকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন অপরাজিতা

অপরাজিতা ঘোষ

২০১১ সালে সাত পাকে বাধা পড়েছিলেন অপরাজিতা ঘোষ ও ঋত্বিক চক্রবর্তী। বাকি পাঁচতা দম্পতির থেকে একাবারেই আলাদা এই জুটির গল্প। সম্প্রতি ‘চিরসখা’ ধারাবাহিকে অপরাজিতা অর্থাৎ কমলিনী দ্বিতীয়বার স্বতন্ত্র কে বিয়ে করেছেন। নতুন কাকুর সঙ্গে কমলিনীর বিয়ে হতে দেখেই খুশি দর্শকরা।

কিন্তু বাস্তব জীবনে স্বামী ঋত্বিকের সঙ্গে বৈবাহিক সম্পর্কটা ঠিক কেমন অপরাজিতার? সম্প্রতি আনন্দবাজার সোশ্যাল কে দেওয়া সাক্ষাৎকারে অপরাজিতা বলেন,

‘স্বামী স্ত্রী হওয়ার পরেও আমরা একে অপরের ভীষণ ভালো বন্ধু। আমরা প্রথমেই নিজেদের সম্পর্ক বন্ধুত্ব দিয়েই শুরু করেছিলাম, মাঝে বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু আমরা নিজেদের সম্পর্কটা বন্ধুত্বের মধ্যেই রেখেছি।’

পর্দার কমলিনী আরও বলেন, ‘ব্যাপারটা খুব কঠিন তা কিন্তু নয়। এটা আমাদের সহজাত ধর্ম। আমার ২৪ ঘন্টা একটা মানুষের সঙ্গে থাকার পর আবার সেই মানুষটার সঙ্গেই থাকতে ইচ্ছা করে। কার কী হয় জানি না, তবে আমাদের এমনটাই লাগে।’

সম্পর্কের মাঝে মনোমালিন্য একটা সাধারন বিষয়। স্বামী ঋত্বিকের সঙ্গে মনোমালিন্যে ঠিক কি প্রতিক্রিয়া অপরাজিতার? অভিনেত্রীর কথায়, ‘অন্য যে কোনও দম্পতির মতো আমাদের মধ্যেও কথা কাটাকাটি হয়। এটা ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। তবে তার মানে এই নয় যে আমরা একে অপরের মতকে সম্মান করি না। আমরা নিজেদের মতামত বলি এবং তারপর মাঝামাঝি একটা জায়গায় আমরা আসি। অনেক সময় এমনও হয় যে আপনাদের একে অপরের মতই ঠিক বলে মনে হয়।’