পথ চলার শেষ মুহূর্তে ঘরে ঘরে জি বাংলার গোটা টিম পৌঁছাল অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর সেখানেই শোয়ের সঞ্চালিকা অপরাজিতা আঢ্য মুগ্ধ হলেন অভিনেত্রীর কেরিয়ারের গল্প শুনে।
এদিন সৈরিতি কেরিয়ারে তার ওঠা পড়ার গল্প শোনান অপরাজিতাকে। সৈরিতি বলেন,’প্রথম দিকে ইভেন্টে কাজ করতাম। জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম। প্রথমবার যখন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিলাম মনে আছে ১৫০ টাকা পেয়েছিলাম। তারপর টানা তিন-চার বছর আমি জুনিয়র আর্টিস্ট হিসেবেই কাজ করেছি।’ যা শুনে বেশ অবাকই হয়েছিলেন অপরাজিতা।
এরপর অভিনেত্রী আরও বলেন, ‘জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি মডেলিং করতাম। আর এভাবে চলতে চলতে পরিচালকদের সঙ্গে আলাপ হয়। পুনম দির হাত ধরে আমি প্রথম ব্রেক পাই। পুনম দির কথা আমি কোনওদিন ভুলব না।’
অভিনেত্রীর স্ট্রাগলের কথা শুনে অপরাজিতা বলেন, ‘যারা এভাবে লড়াই করে প্রতিষ্ঠা পায় তারাই আসলে প্রতিষ্ঠাটাকে উপভোগ করে। আসল যোদ্ধা তোমরাই। যারা কখনও নিজেদের পরিবারকে ছেড়ে যায় না আর নাই নিজেদের স্বার্থের কথা ভাবে’।
জি-বাংলার এই শোয়ের মধ্য দিয়েই উঠে আসে সেলেবদের ব্যক্তিগত জীবনের নানা কাহিনী। তবে আগামী রবিবারই পথ চলা শেষ করবে এই শো। সেই জায়গা দখল করবে রান্নার নতুন শো ‘রন্ধনে বন্ধন’।
View this post on Instagram