বড় চমক! এবার পর্দায় একসঙ্গে জুটি বেঁধে ফিরছেন অপরাজিতা-দেবচন্দ্রিমা

অপরাজিতা আঢ্য

ছোটপর্দার দুই চেনা মুখ অপরাজিতা আঢ্য ও দেবচন্দ্রিমা সিংহ রায়। এর আগে যদিও তাদের একসাথে পর্দায় দেখা যায়নি, তবে কি এবার ছোটপর্দায় জুটি বেঁধে ফিরতে চলেছেন অপরাজিতা ও দেবচন্দ্রিমা? এমনটাই জল্পনা চলছে টলিপাড়ায়।

টিভির পর্দায় আসতে চলেছে নতুন গল্প, যার পরিচালনায় থাকছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেল ঘোষ। জানা যাচ্ছে, ‘হরগৌরী পাইস হোটেল’-এর সাফল্যের পর এই দুই অভিনেত্রীকে ঘিরে নতুন করে গল্প লিখছেন পরিচালক।

তবে ছোটপর্দায় নয়, পাভেল ঘোষের প্রথম সিনেমাতে একসঙ্গে কাজ করবেন অপরাজিতা ও দেবচন্দ্রিমা। গল্পে অপরাজিতা-দেবচন্দ্রিমা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার পাশাপাশি থাকছেন পরিচালক পীযূষ সাহার ছেলে প্রিন্স। গল্পের নাম এখনও চূড়ান্ত হয়নি। শুটিং শুরু হবে আগামী মাস থেকেই। সবশেষে বড়পর্দায় অপরাজিতা ও দেবচন্দ্রিমার যাত্রা কতটা সফল হয় সেটাই দেখার অপেক্ষায় দর্শকমহল।