
‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকে সোহাগ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। এরপর প্রায় ৮ মাসের বিরতি। অতিরিক্ত ওজনের জন্যই নাকি কাজ পাচ্ছিলেন না অন্বেষা।
একটা ধারাবাহিকেই বাজিমাত করে এবার বলিউডে ডাক পেলেন অন্বেষা। কার্তিক আরিয়ানের আগামী ছবির জন্য এক গুরুত্বপূর্ণ বাঙালি চরিত্রের জন্য অডিশনের ডাক পান অন্বেষা। তবে আদৌ সেই চরিত্রে তিনি অভিনয় করবেন কিনা তা এখনও জানা যায়নি। যদিও কার্তিক আরিয়ানের ছবিতে কাজ করা অন্বেষার কেরিয়ারে একটি বড় ব্রেক হবে।
তবে শুধু বলিউড থেকে ডাক পেয়েছেন তা নয়, খুব সম্প্রতি স্টার জলসা থেকেও ডাক পেয়েছেন অভিনেত্রী। টেন্ট প্রযোজনা সংস্থার তরফে স্টার জলসার পর্দায় আসন্ন নতুন ধারাবাহিক ‘কম্পাস’ এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
ধারাবাহিকের পাশাপাশি অলকানন্দা গুহ প্রযোজনায় একটি মিনি সিরিজে অভিনয় করে ফেলেছেন তিনি।