গানের টানে বাজিমাত গায়িকার! নতুন প্রোজেক্ট নিয়ে হাজির হলেন অন্বেষা দত্তগুপ্ত

অন্বেষা দত্তগুপ্ত

গায়িকা অন্বেষা দত্তগুপ্ত, রিয়্যালিটি শোয়ের হাত ধরে সফর শুরু করেছিলেন অন্বেষা। তখন থেকেই তার গান শ্রোতাদের মনকে স্পর্শ করেছিল। সকলে তাকে শ্রেয়া ঘোষালের পার্ট টু বলে থাকে। এবার ফের গানে গানে বাজিমাত করল অন্বেষা।

হিন্দি গানে শ্রোতাদের মন ছুঁলেন গায়িকা। মুক্তি পেল অন্বেষার নতুন গান ‘গামন কা তু মারহাম’। রোমান্টিক এই হিন্দি গানটির সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন রজত ঘোষ। গানটি মুক্তি পেয়েছে ‘মুভি অ্যান্ড মিউজিক’ প্রোডাকশনের ব্যানারে। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে।

গায়িকার গাওয়া এই নতুন গান প্রসঙ্গে অন্বেষা দত্তগুপ্ত বলেন, ‘এই গানটা আমার কাছে খুব স্পেশাল। এর আগে আমি বহু গান গেয়েছি, কিন্তু রজত ঘোষের সঙ্গীত পরিচালনায় এই গান শ্রোতাদের আলাদা স্বাদের একটা গান উপহার দিয়েছে। দারুন লাগছে এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে।’