‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে রাতারাতি বাদ, মুখ খুললেন ‘তারাসুন্দরী’ অভিনত্রী অনুশ্রী দাস

অভিনত্রী অনুশ্রী দাস

বাংলা টেলিভিশনের পর্দায় দর্শক প্রায়শই দেখেছেন অভিনত্রী অনুশ্রী দাসকে। অভিনেত্রীকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে তারাসুন্দরী চরিত্রে। এরপর বেশ কয়েক মাস কেটে গিয়েছে, অভিনেত্রীকে পর্দায় দেখা যাচ্ছে না।

এখন কোথায় অভিনেত্রী? সকলের মনেই প্রশ্ন, কী করছেন অনুশ্রী? তবে কি অভিনেত্রীও ছোটপর্দায় অভিনয় না করার সিদ্ধান্ত নিলেন? অভিনেত্রী জানিয়েছেন, একেবারেই তা নয়।

এই প্রসঙ্গে অনুশ্রী বলেন, “প্রথম দিকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে প্রায় একমাস আমায় কোনও ডেট দেওয়া হয়নি। চিত্রনাট্য অনুযায়ী হয়তো তখন প্রয়োজন ছিল না। এ বার প্রায় দেড়মাস পরে একটা ফোন আসে রাতে। দুর্ভাগ্যবশত তখন আমি ফোনের কাছে ছিলাম না। পরের দিন যখন ফোন করি। তখন জানতে পারি, অন্য শিল্পীকে নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, তার জন্য আমার কোনও ক্ষোভ নেই।”

বর্তমানে অনুশ্রীর সময় কাটছে গাছের পরিচর্যা করে। মাঝেমধ্যে ঘুরতে যেতেও ভালবাসেন অভিনেত্রী। সম্প্রতি ওয়েব সিরিজে কাজের কথা চললেও এখনও কিছু চূড়ান্ত হয়নি। ২০২৬ সালে নতুন কিছু শুরু করবেন অভিনেত্রী।

Previous article“বন্ধু চলে গেল”…অপু রুপে দিতিপ্রিয়ার বিদায়ে মন খারাপ সন্তুর
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।