পর্দায় ফিরছেন অনুষ্কা, বিপরীতে ছোটপর্দার জনপ্রিয় নায়ক

অনুষ্কা

টেলি পাড়ায় জোর গুঞ্জন, অসুস্থতা কাটিয়ে ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে। তবে অভিনেত্রী মাঝপথে এই ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন।

স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা পেয়েছিলেন অনুষ্কা। নিজের অভিনয় দিয়েই দর্শকের মনে অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। সেই ধারাবাহিক শেষ হতেই রোশনাই ধারাবাহিকের নায়িকার চরিত্রে সুযোগ পান।

অনুষ্কা

তবে এবার শোনা যাচ্ছে, প্রধান সারির চ্যানেলের হাত ছেড়ে সান বাংলার হাত ধরতে চলেছেন। সান বাংলার নতুন ধারাবাহিকে নায়িকার চরিত্রে নাকি থাকবেন অনুষ্কা। যদিও অভিনেত্রী এই ব্যাপারে অফিশিয়ালি এখনো কোনও ঘোষণা করেনি। কানাঘুষো শোনা যাচ্ছে, অনুষ্কার বিপরীতে নায়ক হিসাবে থাকতে পারেন অভিনেতা সৈয়দ আরোফিন।