বাধ্য হয়েই ছেড়েছিলেন ‘রোশনাই’, ফের ছোটপর্দায় ফিরছেন অনুষ্কা? অবশেষে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী

অভিনেত্রী অনুষ্কা গোস্বামী

গাঁটছড়া ধারাবাহিকে টম বয় বনি চরিত্রে প্রথম মেলে জনপ্রিয়তা। এরপর ‘রোশনাই’ ধারাবাহিকে নায়িকা হয়ে পা রাখেন। বেশ ভালোই সাড়া পেয়েছিলেন কিন্তু আচমকাই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে হয় বাধ্য হয়েই। আশাকরি বুঝতে পেরেছেন এখানে কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। যিনি ছোটপর্দার রোশনাই হিসাবে পরিচিত।

রোশনাই এর নায়িকা হিসাবে পরিচিতি পেলেও অসুস্থতার জন্য নিজেই ধারাবাহিকের কাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এই প্রসঙ্গে আনন্দ বাজারকে অভিনেত্রী বলেন, “অসুস্থতা নিতান্তই আমার ব্যক্তিগত। সেই বিষয়ে কথা বলতে চাই না। তবে এখন আমি পুরোপুরি সুস্থ। কাজে ফিরতে চাই। যদিও সে ভাবে কেউ এখনও যোগাযোগ করেননি। কথাবার্তাও হয়নি।”

মাঝে আচমকাই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। স্টার জলসার একটি ধারাবাহিকে নায়িকা হিসাবে দেখা যেতে পারে পারে অভিনেত্রীকে। সত্যি কি আবার মেগায় ফিরছেন  অনুষ্কা? জানতে আগ্রহী তার অনুরাগীরা। অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।

এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “সমাজমাধ্যমে আমিও দেখলাম একটা পোস্টার। কিন্তু ওটা ভুল। আমি এখনও কোনও কাজে সই করিনি।” অর্থাৎ অভিনেত্রী নতুন কোনও প্রোজেক্ট আসছে না। তবে তিনি জানান, তিনি এখন সুস্থ তাই কাজে ফিরতে আগ্রহী।