রোশনাই ধারাবাহিকের পর আবার পর্দায় ফিরছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। ধারাবাহিকের মাঝপথে ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন অসুস্থতার কারণে। তার জায়গা এসেছে অভিনেত্রী তিয়াসা রায়।
রোশনাই এখন অতীত! শোনা যাচ্ছে নতুন ভাবে ফিরতে চলেছেন অনুষ্কা। যদি এই নিয়ে অভিনেত্রী কিছু নিজে বিস্তারিত জানান নি। সান বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই ফিরতে পারেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে, এই নতুন ধারাবাহিকের অভিনেতা সৈয়দ আরোফিনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অনুষ্কা। এছাড়াও এই ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য সেন অর্থাৎ অভিনেত্রী রুপাঞ্জনা মিত্রকে।