‘মন ফাগুন’-এর পর নতুন প্রোজেক্টে অনুষ্কা ওরফে অভিনেত্রী অমৃতা দেবনাথ

অভিনেত্রী অমৃতা দেবনাথ

বাংলা টেলি দুনিয়ার এক অতি পরিচিত মুখ অভিনেত্রী অমৃতা দেবনাথ।  যিনি ‘মন ফাগুন’ ধারাবাহিকে পিহুর বোন ‘অনুষ্কা’  চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন। দর্শকমহলে বেশ জনপ্রিয় তাঁর চরিত্রটি। এর আগে তাকে খুব বেশি ধারাবাহিকে দেখা না গেলেও তাঁর অভিনয় মন জিতে নিয়েছে সকলের।

২০১৭ সালে স্টার জলসার ‘দেবিপক্ষ’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করলেও জনপ্রিয়তা পেয়েছিলেন ‘বকুল কথা’ ধারাবাহিকের মাধ্যমে। এই ধারবাহিকে বকুলের খুড়তুতো ননদ এশার চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা পেয়েছিলেন।  ‘মন ফাগুন’ শেষ হয়ে যাওয়ার পর তাকে আর ছোটপর্দায় দেখা যায়নি।

তবে দর্শক এবার তাঁকে দেখতে পাবেন নতুন প্রোজেক্টে। না কোনও সিরিয়াল নয়, বরং শর্ট ফিল্ম পা রাখছেন মন ফাগুনের অনুষ্কা। হ্যাঁ, এবার অমৃতাকে সিরিয়ালের পরে ফিল্মে অভিনয় করতে দেখা যাবে। তার বিপরীতে থাকবেন ‘হরগৌরী পাইস হোটেল’-এর আরেক অভিনেতা অরুনভ দে’কে। অভিনেত্রীর এই সুখবর নিজেই দিয়েছেন ইনস্টাগ্রামে।

 

View this post on Instagram

 

A post shared by Arunava Dey (@arunavadeyofficial)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here