সুখবর! টেলিপাড়ায় এবার বিয়ের সানাই! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুষা- আদিত্য?

অনুষা- আদিত্য

টেলিপাড়ায় এবার বিয়ের মরশুম। টলিউডের দুই স্টার কিডের জীবনে প্রেমের ছোঁয়া লেগেছে বছর খানেক হল। কথা হচ্ছে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন ও অভিনেতা-পরিচালক আদিত্য সেনগুপ্তকে নিয়ে। একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা জুটি।

বলে রাখি, শিল্পী মধুমন্তী মৈত্রের একমাত্র মেয়ে অনুষা। অন্যদিকে দেবাংশু সেনগুপ্ত- খেয়ালি দস্তিদারের সন্তান আদিত্য সেনগুপ্ত।

ইন্ডাস্ট্রির অন্দরের খবর এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুষা- আদিত্য। তবে কবে চার হাত এক হবে দু’জনের? শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে কোনরকম রাখঢাক করেননি তারা। ভ্যাকেশন থেকে শুরু করে ফিল্মি পার্টি, সব জায়গাতে একসঙ্গেই যান অনুষা- আদিত্য।

অনুষা- আদিত্য

এই প্রসঙ্গে সাংবাদমাধ্যমকে অনুষা বলেন, ‘আমাকে এটা অনেকেই জিজ্ঞাসা করে, আমি কি বিয়ে করছি? কিন্তু আমি কি বলেছি যে আমি বিয়ে করছি? আমাদের দু’জনের কেউই বলিনি, আমরা বিয়ে করছি। আসলে বিনোদন জগতে সম্পর্ক নিয়ে সচরাচর এত স্বচ্ছ ভাবে কেউ থাকে না।’

‘আমরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে বলি। আমার ও আদিত্যের মনে হয়েছিল, লুকিয়ে প্রেম করার তো কোনও কারণ নেই। আমরা সম্পর্কে যাওয়ার আগে অনেকটা সময় নিয়েছিলাম। তাই এই সম্পর্ক আমরা অনেক ভেবেচিন্তে তৈরি করেছি। তাই এই সম্পর্ক লুকনোর কোনও কারণ আমরা খুঁজে পাইনি।’