আজকের বাংলা বিনোদন জগতের টিআরপি দেখে দর্শক বলছেন ‘অনুরাগের ছোঁয়া’র দম আছে বলতে হবে। একসময় টানা বাংলার টপার ছিল। সূর্য-দীপার ডিভোর্স হতেই টিআরপির তালিকায় পাঁচের বাইরে চলে যায় তবে আবার ধীরে ধীরে নিজের জায়গায় ফিরছে সূর্য-দীপা। এক লাফে বেড়ে গেল নম্বর। গত সপ্তাহে অনুরাগের টিআরপি ছিল ৭.১, এই সপ্তাহে তা বেড়ে দাঁড়াল ৭.৩। আপাতত টিআরপির তালিকায় পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে এই ধারাবাহিক।
আজকে টিআরপির প্রথম পাঁচে রয়েছে জনপ্রিয় ধারাবাহিকগুলি। ৮.৫ রেটিং নিয়ে প্রথম স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে জি-বাংলার ফুলকি (৮.৩)। তৃতীয় স্থানে রয়েছে ‘গীতা LLB’, তার প্রাপ্ত নম্বর ‘৮.১’ এবং চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ (৭.৮) আর ৭.৩ রেটিং নিয়ে পঞ্চম স্থান দখল ‘অনুরাগের ছোঁয়া’র।
চলতি সপ্তাহে নম্বর বাড়িয়ে টিআরপি ষষ্ঠ স্থানে সুস্মিতা দে’র অভিনীত ধারাবাহিক ‘কথা’। এদিকে ‘তোমাদের রানী’ ধারাবাহিকের কাছে ফের হার ‘ইচ্ছে পুতুল’-এর। যদিও ব্যবধান মাত্র ১.৬।
প্রথম – জগদ্ধাত্রী ৮.৫
দ্বিতীয় – ফুলকি ৮.৩
তৃতীয় – গীতা LLB ৮.১
চতুর্থ – নিম ফুলের মধু ৭.৮
পঞ্চম – অনুরাগের ছোঁয়া ৭.৩
ষষ্ঠ – কথা (7.2)
সপ্তম – সন্ধ্যাতারা । কোন গোপনে মন ভেসেছে (6.9)
অষ্টম – জল থই থই ভালোবাসা (6.7)
নবম – তোমাদের রাণী (6.6)
দশম – কার কাছে কই মনের কথা । Love বিয়ে আজকাল (6.5)