‘অনুরাগের ছোঁয়া’র জয় ওরফে প্রারদ্ধির জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন প্রেমিকা অস্মিতা

অস্মিতা চক্রবর্তী

টেলিপাড়ার অন্যতম মিষ্টি জুটি অস্মিতা চক্রবর্তী এবং প্রারব্ধি সিনহা। ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের সেট থেকেই প্রেমের সম্পর্কের সূচনা। তবে প্রেম সম্পর্ক কোনওদিনই গোপন রাখেননি এই জুটি।

ইনস্টাগ্রামে হামেশাই ভালোবাসা ভরা সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন লাভ বার্ডস জুটি। সম্প্রতি প্রারব্ধির জন্মদিনে আরও একবার মিষ্টি শুভেচ্ছায় ভরিয়ে দিলেন প্রেমিকা অস্মিতা।

এদিন দুজনের একাধিক ছবি শেয়ার করে অস্মিতা লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে আমার সবকিছু। তুই আমার জন্য কী সেটা বলে বোঝাতে পারব না। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। অনেক ভালোবাসি তোকে। অনেক ভালোবাসি তোকে। খুব ভালো থাকিস। আর জীবনে সবকিছু যেন তুই পাস।’

‘ভাগ্যলক্ষ্মী’র সেটে রোম্যান্স শুরু হলেও বর্তমানে যদিও দুজনকে আলাদা আলাদা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে, এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রিয়াঞ্জলি চরিত্রে দেখা যাচ্ছে অস্মিতাকে। অন্যদিকে প্রারব্ধি রয়েছেন অনুরাগের ছোঁয়াতে। চরিত্রের নাম জয়।