স্টার জলসায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বড় ‘নিশা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী নিশা পোদ্দারকে। ছোটবেলা থেকেই অভিনয় জগতে কাজ করছেন।
ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন নিশা। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। তবে এবার সুখবর শোনা গেল অভিনেত্রীকে ঘিরে।
বাংলার গন্ডি ছাড়িয়ে এবার নিশা পা রাখছেন তেলেগু ইন্ডাস্ট্রিতে। তেলেগুর একটি ধারাবাহিকের নায়িকা এবার তিনি। র মা চ্যানেলের নতুন ধারাবাহিক ‘নুভুলেখা নেনু লেনু’তে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। নিশার নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা নবীনকে। ইতিমধ্যে সেই ধারাবাহিকে প্রথম ঝলক সামনে এসেছে। অভিনেত্রী নতুন জার্নিতে নিশাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

