বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। আর এই ধারাবাহিকেই ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত। ধারাবাহিকে মিশকা চরিত্র দিয়েই নাকি অভিনয়জীবনে হাতেখড়ি হয় অহনার। যদিও একথা একেবারেই ভুল।
এর আগেও জনপ্রিয় বাংলা ছবিতে শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন অহনা। অহনার সেই ছোটবেলাকার একটি ছবি ভাইরাল হয়েছে। সম্প্রতি ‘পরিণীতা’র দাদু ওরফে অভিনেতা সুব্রত গুহ রায় তার ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করে লেখেন, “পুপুল..মিঠাই আর দীপ্ত…আমার প্রথম ছবির তিন কুশলী”।
পোস্ট দেখে বোঝাই যাচ্ছে সুব্রত গুহ রায়ের প্রথম ছবিতেই শিশুশিল্পী হিসাবে কাজ করেন অহনা। ছবিটি ২০১২ সালে ‘দূরবীন’ ছবিতে অহনার চরিত্রের লুক। সেই সময় অহনার বয়স আরও কম ছিল। মিষ্টি অহনাকে দেখে প্রথমে চিনতে পারেনি অনেকেই।



