ধীরে ধীরে ১০০০ এপিসোডে পেরলো স্টার জলসার পুরনো ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। বর্তমানে দাঁড়িয়ে এতটা পথ অতিক্রম করা সত্যিই ভাগ্যের ব্যাপার। ২০২২ সালে শুরু হওয়া এই ধারাবাহিক সগৌরবে টেলিভিশন পর্দায় চলছে।
বলাই যায় গৌরবময় মাইলস্টোনে পা রাখল এই মেগা। সূর্য-দীপা’র প্রেম কাহিনী দিয়ে শুরু এই ধারাবাহিক টানা ৩ বছর সাফল্যের সাথে সম্প্রচারিত হচ্ছে।
১০০০ পর্বে গ্র্যান্ড সেলিব্রেশনে মাতলেন পুরো টিম। এদিন বড় পাওয়া ছোট সোনা আর রুপা। এদিন হাজির ছিল এই ছোট দুই খুদে। যাদের হাত ধরেই বাংলার টপার হয়েছিল এই ধারাবাহিক। এদিন উপস্থিত ছিল গোটা টিম। হৈ হৈ করে কেক কেটে উদযাপন হল গৌরবময় সেলিব্রেশন।
View this post on Instagram