
আবার এগিয়ে গেলো অনুরাগের ছোঁয়া’র গল্প। আরও বড় হয়ে গেল সোনা আর রুপা। এতদিন এই চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু এবং সাইনা চট্টোপাধ্যায়। তবে এবার মুখ বদল ঘটেছে।
প্রথমে শোনা গিয়েছিল রুপা চরিত্রে আসতে পারে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সোনা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ভাবনা ব্যানার্জীকে। তবে প্রোমো আসতেই ভুল প্রমাণ হল সেই খবর। সোনা-রুপা চরিত্রে একেবারেই নতুন মুখকে দেখা গেল।
প্রোমোতে দেখা গেল দীপা ব্যস্ত হোলির অর্ডার তৈরি করতে আর ঠিক তখনি সূর্যকে নিয়ে আসে সোনা। সূর্য হুইলচেয়ারে বসা। দীপা সোনাকে বলে, ‘সোনা তুই বাবাকে নিয়ে বাইরে যা’। সোনার তার মাকে হোলি খেলার জন্য অনুরোধ করলে দীপার মুখ কালো হয়ে যায় সে বলে একটু পরে আসছি।
দীপা নিজের মনে বলে ওঠে, ‘কোথায় চলে গেলি রূপা! তোকে ছাড়া যে আমার জীবনের সবকিছুই রংহীন।’ এরপরেই রুপাকে দেখানো হয়। মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে সে বলে ‘তুমি তো জানো ঠাকুর, মা আর আমার জন্য অপেক্ষা করে না।’ এভাবেই গল্প এগোবে।
ধারাবাহিকে রুপা চরিত্রে যাকে দেখা যায় তার নাম সংহিতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে তার প্রথম কাজ। অন্যদিকে সোনা ভূমিকায় রয়েছেন নিশা পোদ্দার। নিশা টেলি পাড়ায় আগেও কাজ করেছে। এখানে আকাশ নীল, দেবী, মন দিতে চাই মতো ধারাবাহিকে পার্শ্বচরিত্রে কাজ করেছে।