অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন রুপার বিপরীতে এন্ট্রি নিতে চলেছেন এই জনপ্রিয় অভিনেতা

অনুরাগের ছোঁয়া

লম্বা লিপ নিচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। পাল্টে যাচ্ছে গল্প। ধারাবাহিকে রুপা আর সোনা এখন কিশোরী। তাই পাল্টে যাচ্ছে তাদের মুখ। দেবপ্রিয়া আর সাইনার জায়গায় আসছে নতুন অভিনেত্রী।

নতুন রুপা হয়ে অনুরাগের ছোঁয়ায় এন্ট্রি নিচ্ছে নবাগতা অভিনেত্রী সংহিতা বন্দ্যোপাধ্যায় এবং সোনা হয়ে এন্ট্রি নিচ্ছে নিশা পোদ্দার। নিশা আগে টেলিভিশন পর্দায় কাজ করলেও সংহিতার এই প্রথম কাজ।

অনুরাগের ছোঁয়া

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সংহিতার অর্থাৎ রুপার বিপরীতে এন্ট্রি নিতে চলেছে নতুন নায়ক। কে সে? তিনি হলেন অভিনেতা কুশাল ঠাকুর। তিনি জনপ্রিয় একজন মডেল অভিনেতা।

 

View this post on Instagram

 

A post shared by Kushal Thakur (@life.of_kushal)