শেষ হবে না অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। আবার গল্পে আসছে নতুন অধ্যায়। এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে টলিপাড়ায়। শোনা যাচ্ছে আবার সোনা-রুপার মুখ বদল হবে।
বর্তমানে সোনা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু এবং রুপা চরিত্রে অভিনয় করছেন অভিষেক চ্যাটার্জি’র মেয়ে সাইনা চ্যাটার্জি। শোনা যাচ্ছে এবার সোনা-রুপার অ্যাডাল্ট চরিত্র এন্ট্রি নেবে গল্পে। আর গল্পে আসবে আবার নতুন কাহিনী।
টেলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, অনুরাগের ছোঁয়া’তে নাকি এবার সোনার বড় চরিত্রে এন্ট্রি নেবেন ভাবনা ব্যানার্জী এবং রুপা চরিত্রে এন্ট্রি নিতে পারেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সিরিয়ালের এক ফ্যান পেজ থেকে এই খবর পাওয়া যাচ্ছে। যদিও অফিশিয়ালি এখনো কিছু ঘোষণা হয়নি।