বাংলা টিআরপির তালিকায় আবার পত্তন। একলাফে নম্বর কমে গেল ‘অনুরাগের ছোঁয়া’। একঘেয়ে ট্র্যাক দেখিয়ে প্রচুর নম্বর হারাল সূর্য-দীপা। এমনকি জগদ্ধাত্রী ধারাবাহিক প্রায় অনুরাগের ছোঁয়াকে ছুঁই ছুঁই অবস্থায়। মাত্র ০.১ ব্যবধান রয়েছে দীপা এবং জগদ্ধাত্রীর মধ্যে। আগামী সপ্তাহে বাংলার টপার স্থান ছিনিয়ে নিতে পারে জ্যাস।
অন্যদিকে নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। ‘কমলা ও শ্রীমান’ প্রচুর ব্যবধানে হারিয়ে স্লট লিড করেছে। এই সপ্তাহে বাজিমাত করল জগদ্ধাত্রী।
চলতি সপ্তাহে মাত্র ৮.৪ পেয়ে বাংলা টপার স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং ৮.৩ পেয়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী, ৮.১ রেটিং পেয়ে তৃতীয় স্থানে ফুলকি। অন্যদিকে ৭.৭ নম্বর নিয়ে চতুর্থ স্থান দখল করল রাঙা বউ এবং ৭.৩ নম্বর নিয়ে পঞ্চম স্থানে ‘নিম ফুলের মধু’।
প্রথম – অনুরাগের ছোঁয়া (৮.৪)
দ্বিতীয় – জগদ্ধাত্রী (৮.৩)
তৃতীয় – ফুলকি (৮.১)
চতুর্থ – রাঙা বউ (৭.৭)
পঞ্চম – নিম ফুলের মধু (৭.৩)
ষষ্ঠ – বাংলা মিডিয়াম (৬.১)
সপ্তম – হরগৌরী পাইস হোটেল (৫.৯)
অষ্টম – সন্ধ্যাতারা (৫.৮)
নবম – এক্কা দোক্কা । খেলনা বাড়ি (৫.৭)
দশম – কার কাছে কই মনের কথা (৫.৬)