বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ছোটপর্দা থেকে বড়পর্দা, ওটিটিতে চুটিয়ে কাজ করেছেন এই অভিনেতা। ধারাবাহিকে বিক্রম মানেই হিট। তার অভিনীত ‘সাত পাকে বাঁধা’, ‘ইচ্ছে নদী’, ‘ফাগুন বউ’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
বর্তমানে ইন্ডাস্ট্রিতে সফল অভিনেতা হলেও একসময় বিক্রম চট্টোপাধ্যায় পেশায় একজন বেসরকারি ব্যাঙ্ককর্মী ছিলেন। অভিনেতার সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এসেছে সেই পুরনো স্মৃতি। ব্যাঙ্কে কাজ করার সময় সেই ভিজিটিং কার্ডের একটি ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন। সেখান থেকেই জানা যায় বিক্রম তার কেরিয়ার শুরু করেন ব্যাঙ্কের অ্যাসিসট্যান্ট ম্যানেজার হিসাবে।
সল্টলেক, সেক্টর ২-তে বেসরকারি ব্যাঙ্কে কাজ করতেন বিক্রম। কিন্তু তার সবসময় আগ্রহ ছিল অভিনয় জগতের দিকে। সেই স্বপ্ন নিয়েই চাকরি ছেড়ে ২০০৯ সালে মুম্বাইয়ে চলে যান। সেখানে নাটক দলের সঙ্গে কাজ করা শুরু করেন। সেখান থেকে ফিরে কলকাতার ইন্ডাস্ট্রিতে যোগ দেন। আসে ধারাবাহিকের সুযোগ। ব্যাস, ব্যাঙ্ককর্মী থেকে হয়ে ওঠে টলিউডের হিরো।