বিদেশের মাটিতে বাংলার জয়! ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন অনুপর্ণা

অনুপর্ণা রায়

এবার বিদেশের মাটিতে বাংলাকে গর্বিত করলেন চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায়। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেলেন। ‘দ্যা সংস অফ ফরগটেন ট্রিজ’ সিনেমায় পরিচালনা করে এই পুরস্কার জয়লাভ করেন তিনি।

গত ১ সেপ্টেম্বর অনুরাগ কাশ্যপের উপস্থাপনায় ছবিটি প্রকাশিত হয় ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই ছবির হাত ধরেই প্রথম পরিচালনায় পা রাখেন অনুপর্না।

এদিন ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো হাতে পুরস্কার পেয়ে অনুপর্না বলেন, ‘আমি প্রযোজক অনুরাগ কাশ্যপ এবং সমস্ত টিমকে ধন্যবাদ জানাই। আমার শহর এবং আমার দেশের প্রত্যেককে গর্বিত করতে পেরে আমি সত্যিই ধন্য।’