বাংলার শ্রীময়ী’র অনুকরণে তৈরি হিন্দি অনুপমা হিন্দি চ্যানেলে বিরাট সাফল্য পেয়েছে। এই ধারাবাহিক অনেক বছর ধরে বাংলার শীর্ষে রয়েছে। বাংলার শ্রীময়ীর পর হিন্দিতেও বাজিমাত করেছেন লেখিকা।
অভিনেত্রী রূপালীর হাত ধরেই এই ধারাবাহিক বছরে পর বছর সাফল্য পেয়েছে। কিন্তু ধারাবাহিক যত পুরনো হবে প্লট চেঞ্জ হবে এটাই স্বাভাবিক। অনুপমা সিরিয়ালের নায়িকা থাকলেও বর্তমানে এই মেগার নায়িকা হল ‘রাহি’। যেই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আলিশা পারভিন।
তবে আচমকাই এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী আলিশা পারভিন। আর তার জায়গায় আসছে এক বাঙালি অভিনেত্রী। কে তিনি? তিনি হলেন অভিনেত্রী অদ্রিজা রায়। যিনি একসময় একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে হিন্দি সিরিয়ালে চুটিয়ে কাজ করছেন। এবার হিন্দি সিরিয়াল অনুপমার নায়িকা হতে চলেছেন অদ্রিজা।