মিঠাই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে ছোট বয়স থেকে খ্যাতি অর্জন করেছেন অনুমেঘা কাহালি। মিঠাইয়ের মেয়ে হিসাবেই তাকে সকলে চেনেন। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ করেছে অনুমেঘা। এমনকি মিঠুন চক্রবর্তীর সাথে কাবুলিওয়ালা সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছে।
বর্তমানে ক্লাস থ্রি’তে পড়ে এউ খুদে। ছোট বয়সে যেমন অভিনয় জগতে খ্যাতি পেয়েছে ঠিক তেমন পড়াশুনোতেও। পড়াশোনাতেও দারুন মেধাবী ছাত্রী অনুমেঘা।
বর্তমানে অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশুনো করছে সে। ছোট বয়সে SOF আন্তর্জাতিক ইংরেজি ও সাধারণ জ্ঞানে অলিম্পিয়াডে সোনার পদক জিতল অনুমেঘা। অনুমেঘার গর্বিত গোটা পরিবার।