ফের নতুন প্রোজেক্টে ফিরছে ‘মিঠাই’ খ্যাত ছোট অনুমেঘা কাহালি

অনুমেঘা কাহালি

বাংলা টেলিভিশনের বেশ কিছু শিশুশিল্পী রয়েছেন যারা নিজেদের অভিনয় দিয়ে দর্শকের মন জিতেছেন। তাদের মধ্যে একজন হলেন খুদে অভিনেত্রী অনুমেঘা কাহালি। ছোটপর্দার দর্শকের কাছে সে মিঠাই ধারাবাহিকের মিঠাইয়ের মেয়ে হিসাবেই পরিচিত।

মিঠাই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিল অনুমেঘা। এরপর সাময়িক সময়ের জন্য নিম ফুলের মধু’তে কাজ করেছে। সেশবার খুব সম্ভবত তাকে স্টার জলসার চিনি ধারাবাহিকে দেখা যায়।

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ সেরেছেন অনুমেঘা। ছোট খুদে অভিনেত্রী অনুমেঘা কাহালি প্রথম মিঠুন চক্রবর্তীর সাথে ‘কাবুলিওয়ালা’ ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। এরপর আরও একটি প্রোজেক্টে বড় পর্দায় কাজ করেছে সে।

বলাই বাহুল্য, ছোট থেকেই নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছে অনুমেঘা। ফের আবার নতুন প্রোজেক্টে সুযোগ মিলল অনুমেঘা। এবার সায়ন্তন ধারার ওয়েব সিরিজ ‘স্নিগ্ধা’য় এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। হৈ চৈ প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হয়েছে।