বাংলা টেলিভিশনের খুদে শিল্পীদের মধ্যে অতি পরিচিত মুখ অনুমেঘা কাহালি। এই খুদে শিল্পী জনপ্রিয়তা লাভ করেছিল ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে। মিঠাইয়ের মেয়ে মিষ্টি চরিত্রে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপর বিভিন্ন মেগা ধারাবাহিকে কাজ করেছে অনুমেঘা। নিম ফুলের মধু’তে কিছু সময়ের জন্য এক বিশেষ চরিত্রে এন্ট্রি হয়েছিল তার।
সিরিয়ালের পাশাপাশি অনুমেঘা বড়পর্দায়ও কাজ করেছে। তবে এবার বহুদিন পর ছোটপর্দায় ফিরছে একেবারে নতুন অবতারে। অভিনেত্রী হিসাবে নয় বরং দর্শক এবার তাকে দেখবেন একজন সঞ্চালিকা হিসাবে।
সূত্রের খবর, জি-বাংলার ডান্স বাংলা ডান্স এ সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে তাকে। এই শোয়ের মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘কাবুলিওয়ালা’ ধারাবাহিকে আগেই কাজ করেছেন তারা।