ম্যাজিক বাংলা মুভি
ইন্দ্রজিৎ (অঙ্কুশ) একজন যাদুকরের ছেলে। ইন্দ্রজিৎ একজন ম্যাজিশিয়ান ও ফ্যাশন ডিজ়াইনার। ইন্দ্রজিৎ কাজ করেন একটি ফ্যাশন হাউসে। তার সিনিয়র কৃতী (ঐন্দ্রিলা) সঙ্গে প্রেমে সম্পর্ক তৈরি হবে।
ম্যাজিক মুভির রিভিউ
পরিচালকঃ রাজা চন্দ্র
অভিনেতাঃ অঙ্কুশ হাজরা
অভিনেত্রীঃ ঐন্দ্রিলা সেন
রেটিংঃ ৬/১০
অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন অভিনীত ম্যাজিক বক্স অফিসে ভালোই সাফল্য লাভ করেছে। বড় পর্দায় প্রথম বার হলেও সাবলীল অভিনয় করেছেন ঐন্দ্রিলা। অভিনেতা অঙ্কুশও বরাবরের মতো তার বেস্ট দিয়েছেন ছবিতে। ছবিতে বিদীপ্তা চক্রবর্তীর অভিনয় যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে দারুন অভিনয় করেছেন পায়েল সরকার।
ছবির প্রাণবিন্দু হল সুকুমার রায়ের আবোল তাবোল। যাদু গল্প নিয়েই এই ছবি। ছবির অভিনয়, গান এবং সংলাপ বেশ ভালোই হয়েছে। তবে দর্শকদের বেশ ভাবিয়েছে ছবিটি ম্যাজিক সংক্রান্ত না সাইকোলজিক্যাল থ্রিলারের প্লট।
View this post on Instagram
ছবিতে অঙ্কুশ ওরফে ইন্দ্রজিৎ একজন যাদুকরের ছেলে। ইন্দ্রজিৎ ম্যাজিশিয়ান ছাড়াও একজন ফ্যাশন ডিজ়াইনার। একটি ফ্যাশন হাউসে কাজ করেন এবং সেই ফ্যাশন হাউসে তার সিনিয়র কৃতী অর্থাৎ ঐন্দ্রিলা সেন।
ইন্দ্রজিৎ এবং কৃতীর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর, একদিন ইন্দ্রজিৎ কৃতীকে তার বাড়িতে নিয়ে আসেন। এবং সেখানে ম্যাজিক দেখান কৃতীকে। যা দেখে কৃতী অজ্ঞান হয়ে পড়েন।
View this post on Instagram
সাইকোলজিক্যাল থ্রিলারের প্লট ভালোই রয়েছে গল্পে। ছবি শেষের দিকে বদলাতে থাকবে গল্প এবং আগ্রহ তৈরি হবে দর্শকের মধ্যে।
ছবির জিয়নকাঠি অঙ্কুশ। অফ স্ক্রিন রসায়নের মতোই গল্পে জমে উঠছে ইন্দ্রজিৎ এবং কৃতীর প্রেম। মোটের উপর ছবি বেশ ভালোই হয়েছে, তবে পরিচালক যদি ছবির ন্যারেশনে আরও একটু যত্ন নিতেন তাহলেই হয়ে যেত ১০/১০।