যত দিন যাচ্ছে টলিপাড়ায় বদলাচ্ছে বাংলা ছবির আদল। সেইসাথে তাল মিলিয়ে অভিনেতা অভিনেত্রীরাও নিত্যনতুন চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ গ্রহণ করছে। পর্দায় আসছে তেমনই নতুন ঘরানার ছবি। যেখানে ভরপুর অ্যাকশনের সাথে থাকবে জমজমাট রহস্য।
মোজোটেল এন্টারটেইনমেন্টস এন্ড ডিস্ট্রিবিউশনের ব্যানারে প্রযোজক সুমনা কাঞ্জিলাল-এর হাত ধরে আসছে আরও এক নতুন ছবি। পরিচালনায় থাকবেন কৌস্তুভ। ছবির মুখ্য চরিত্রে থাকছেন ‘মিলি’ ধারাবাহিক খ্যাত অনুভব কাঞ্জিলাল। অনুভবের নায়িকার চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলা বসুকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রাজদীপ সরকার।
এই ছবির হাত ধরে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অনুভব-ঐন্দ্রিলা। এর আগে মিলি ধাত্রাবাহিকে একসঙ্গে কাজ করেছেন এই জুটি।
সূত্রের খবর, ছবি নিয়ে কাজ এগোলেও আপাতত ছবির নাম চূড়ান্ত হয়নি। নতুন কাজ শুরুর খবর নিজেই জানালেন প্রযোজক সুমনা কাঞ্জিলাল।