বিয়ের দিনে সাবেকি সাজে অন্তরা মিত্র, প্রকাশ্যে গায়িকার সিঁদুরদানের মুহূর্ত

অন্তরা মিত্র

বিয়ের দিনে সিঁদুরে রাঙা গায়িকা অন্তরা মিত্র। মঙ্গলবার, ২৫ নভেম্বর মনের মানুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সারেগামাপার বিচারক। বুধবার সকাল হতেই নজরে আসে কনে সাজে অন্তরার ছবি। বিয়ের দিন সাবেকি কায়দায় সাজতে দেখা গেল গায়িকাকে।

গায়ে লাল রঙের বেনারসি, গা ভরা সোনার গয়না, মাথায় শোলার মুকুট, হাতে রুপোর গাছ কৌটো, যাকে বলে ভরপুর বাঙ্গালিয়ানা। এ বার প্রকাশ্যে গায়িকার সিঁদুরদানের মুহূর্ত। অন্তরার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন বর শৌর্য। মাথায় লাল রঙের লজ্জাবস্ত্র ধরে আছেন পরিবারের সদস্যরা।

বাইপাস সংলগ্ন এক হোটেলে বসেছিল অন্তরা মিত্রের বিয়ের আসর। চুপিসারেই সবটা আয়োজন করা হয়েছিল। ইন্ডাস্ট্রির জনপ্রিয় শিল্পী হলেও তাঁর বিয়ের অনুষ্ঠানে তারকাদের ভিড় দেখা যায়নি সে ভাবে। বেশ কয়েকমাস চুটিয়ে প্রেম করার পর অবশেষে ছাদনা তলায় অন্তরা-শৌর্য।

অন্তরা মিত্র

বিয়ে সেড়েই হানিমুনে যাবেন তাঁরা। মধুচন্দ্রিমা থেকে ফিরে তারপর ডিসেম্বর মাসে বেশ বড় করে আয়োজন করা হবে গায়িকার রিসেপশন পার্টির। তাই বেশ কিছু দিন ‘সারেগামাপা’ অনুষ্ঠানে বিচারকের আসনে তাঁকে না-ও দেখা যেতে পারে।

অন্তরা মিত্র