শুরু হলে তা শেষ হবেই। কিন্তু সেটি যদি স্বল্প সময়ের জন্য হয় ভক্তদের কাছে সত্যিই দুঃখের। প্রত্যেকটি ধারাবাহিক শুরু হওয়ার আগে কলাকুশলীদের অনেক প্রত্যাশা থাকে। অন্তত ১ বছর টিভির পর্দায় সম্প্রচারিত হবে ধারাবাহিক এই ভেবেই নতুন জার্নি শুরু করেন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা।
তবে আজকাল যেকোনো ধারাবাহিক টিকে থাকে টিআরপি উপর। টিআরপি শেষ কথা। যার জন্য মেগা ধারাবাহিকগুলি খুব বেশিদিন টিভির পর্দার রাজত্ব করতে পারছে না।
সদ্য জি-বাংলা থেকে শেষ হয়েছে ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিক। তারমাঝেই আবার একটি ধারাবাহিক শেষ হওয়ার খবর। গতকাল হল ধারাবাহিকের শেষ শুটিং। মাত্র ৫ মাসেই যাত্রা শেষ হল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র। যদিও ধারাবাহিকটি প্রথম থেকেই তেমনভাবে টিআরপি পায় নি। তবে শেষ দিনে মন খারাপ ছোট বোধি সহ গোটা টিমের।