স্টার জলসার ধারাবাহিকের শেষ কথা টিআরপি। জনপ্রিয়তা মিললেও টিআরপি তালিকায় ভালো নম্বর না পেলে বন্ধ করে দেওয়া হবে ধারাবাহিক এটাই নিয়ম। টিআরপির অভাবে সদ্য বন্ধ হয়ে গিয়েছে সাহেবের চিঠি। আর তারপরই চ্যানেলের নিশানায় রয়েছে আরও এক ধারাবাহিক।
স্টার জলসার আসছে পরপর ৪ টি ধারাবাহিক মেয়েবেলা, বালিঝড়, রামপ্রসাদ, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। হিসেব অনুযায়ী, মেয়েবেলা’র জন্য বন্ধ হয়ে গেল সাহেবের চিঠি। আরও তিনটি ধারাবাহিক আসছে তাঁর মানে আরও তিনটি ধারাবাহিক ইতি টানবে চ্যানেল।
তাঁরমধ্যে উঠে এলো আরেক নাম, যা শুনে বেজায় মন খারাপ দর্শকের। কারণ এই ধারাবাহিকের টিআরপি না থাকেল সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ফ্যান পেজ রয়েছে। এই মেগা ধারাবাহিকের নাম ‘গোধূলি আলাপ’। হ্যাঁ শোনা যাচ্ছে খুব শীঘ্রই রাজ চক্রবর্তীর এই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। কারণ ধারবাহিকের সেভাবে টিআরপি মিলছে না।
অন্যদিকে শুরু থেকেই বেশ কিছু দর্শকের মন জয় করেছে নিয়েছে নোলক আর অরিন্দমের জুটি। অফিশিয়ালি কিছু জানানো না হলেও জানা যাচ্ছে খুব শীঘ্রই নোলক আর তাঁর উকিলবাবুর মিল দেখিয়ে ইতি টানবে চ্যানেল।
Godhuli alap bondho hole khub monkharap hobe
Godhuli alap khub valo raga amar
Dakta. Jano ai seriyal bondo na hoy
Please
Guddi serial ta immediately bondo koruk
গোধূলি আলাপের টি আরপি কম কিভাবে হয় বুঝলাম না,পরপর টানা স্লট লিড করলো,আর সবাইই নাটকটাকে খুব ভালোবেসে দেখে। এভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মানতে পারবো না।গোধূলি আলাপ আরো অনেক অনেক বছর চলুক এই প্রার্থনা করি।
Sunun apnara age ghono ghono serial paltano bondho korun..aigulo ki dhoroner moja cholche?aj ekta serial to kal onno ekta serial..aki re baba..tar diye valo ekbare puro sob serial e bondho kore din..apnader ai karjokolap public moteo valo moto nichhe na.