ফের অঘটন! ‘সাহেবের চিঠি’র পর বন্ধ হচ্ছে স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক, বেজায় মন খারাপ দর্শকের

গোধূলি আলাপ

স্টার জলসার ধারাবাহিকের শেষ কথা টিআরপি। জনপ্রিয়তা মিললেও টিআরপি তালিকায় ভালো নম্বর না পেলে বন্ধ করে দেওয়া হবে ধারাবাহিক এটাই নিয়ম। টিআরপির অভাবে সদ্য বন্ধ হয়ে গিয়েছে সাহেবের চিঠি। আর তারপরই চ্যানেলের নিশানায় রয়েছে আরও এক ধারাবাহিক।

স্টার জলসার আসছে পরপর ৪ টি ধারাবাহিক মেয়েবেলা, বালিঝড়, রামপ্রসাদ, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। হিসেব অনুযায়ী, মেয়েবেলা’র জন্য বন্ধ হয়ে গেল সাহেবের চিঠি। আরও তিনটি ধারাবাহিক আসছে তাঁর মানে আরও তিনটি ধারাবাহিক ইতি টানবে চ্যানেল।

তাঁরমধ্যে উঠে এলো আরেক নাম, যা শুনে বেজায় মন খারাপ দর্শকের। কারণ এই ধারাবাহিকের টিআরপি না থাকেল সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ফ্যান পেজ রয়েছে। এই মেগা ধারাবাহিকের নাম ‘গোধূলি আলাপ’। হ্যাঁ শোনা যাচ্ছে খুব শীঘ্রই রাজ চক্রবর্তীর এই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। কারণ ধারবাহিকের সেভাবে টিআরপি মিলছে না।

গোধূলি আলাপ

অন্যদিকে শুরু থেকেই বেশ কিছু দর্শকের মন জয় করেছে নিয়েছে নোলক আর অরিন্দমের জুটি। অফিশিয়ালি কিছু জানানো না হলেও জানা যাচ্ছে খুব শীঘ্রই নোলক আর তাঁর উকিলবাবুর মিল দেখিয়ে ইতি টানবে চ্যানেল।

5 Comments

  1. গোধূলি আলাপের টি আরপি কম কিভাবে হয় বুঝলাম না,পরপর টানা স্লট লিড করলো,আর সবাইই নাটকটাকে খুব ভালোবেসে দেখে। এভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মানতে পারবো না।গোধূলি আলাপ আরো অনেক অনেক বছর চলুক এই প্রার্থনা করি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here