একের পর এক ধারাবাহিক ইতি। দুদিন আগেই আচমকাই বন্ধ হয়ে গেল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। সেই ধারাবাহিক শেষ হতে না হতেই ফের আরও এক ধারাবাহিক বন্ধ হওয়ার খবর এলো রাতারাতি। আচমকাই ধারাবাহিক বন্ধ হওয়ায় স্বাভাবিক ভাবেই মন খারাপ হয়ে যায় ধারাবাহিকের অনুরাগীদের।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর এবার বন্ধ হল সান বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘পুতুল টিটিপি’। মাত্র ১০ মাসেই ইতি। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন খেয়ালি মণ্ডল এবং সৈয়দ আরেফিন। ময়ূখ এবং পুতুলের হাসি মুখ দিয়ে অবশেষে শেষ হবে ‘পুতুল টিটিপি’।
শেষ শট দিতে দিয়ে কেঁদে ফেল্ল নায়িকা। চোখে জল গোটা টিমের। আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে আরেফিনের কথায়, “আমি এতগুলো ধারাবাহিকে কাজ করেছি, তবে এই ৭ বছরে আমার কাছে এই টিমটাই সেরা। এই ১০ মাস আমরা সকলে এই ভাবে মজা করেই কাজ করেছি। কাল থেকে মানুষগুলোকে আর দেখতে পাব না এটাই সবচেয়ে খারাপ লাগার। নতুন কাজ, চরিত্র সবই হবে, তবে এমন টিম আর পাব কিনা সন্দেহ আছে। এই ধারাবাহিক আমাকে অনেক বন্ধু দিয়েছে, অনেক ভাল মানুষদের সাথে আলাপ করিয়েছে। তাই পরবর্তীতে যত কাজই করি না কেন, পুতুল টিটিপির জায়গা সবসময় আলাদাই থাকবে।”
নায়িকা খেয়ালি জানান, “যেহেতু জানতে পেরেছি ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে, এখনও আমার ঠিক বিশ্বাস হচ্ছে না যে আগামীকাল থেকে আর কল টাইম পাব না। তবে আমি আজকে বাড়িতে গিয়ে প্রথম দিনের এপিসোড গলো দেখতে শুরু করব, কী দারুণ ছিল সেসব পর্ব। ধারাবাহিক আমার মধ্যে অনেক বদলে এনেছে। এই ধারাবাহিকের জন্য আমি সত্যি নিজের মধ্যে অনেকটা বদল আনতে পেরেছি। আরেফিন সেই ক্ষেত্রে আমার সাহায্য করেছে অনেকটাই। আমি এখন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি, চুপচাপ থেকে পরিস্থিতি বুঝতে শিখেছি। এমন একটা টিম ভবিষ্যতে আর পাব কিনা জানিনা, এই দশ মাস এমন মজা করেই কাজ করেছি আমরা।”


