ফের বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত ‘দৃশ্যম’ ছবির অভিনেতা আশীষ ওয়ারঙ্গ। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৫ বছর। অভিনেতার মৃত্যুতে ভেঙে পরেছেন গোটা ইন্ডাস্ট্রি।
রোহিত শেট্টী পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন আশীষ। স্বাধীন চলচ্চিত্রনির্মাতা অরীন পাল অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আশীষ ওয়ারঙ্গের মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। ওঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। ওঁর আত্মার শান্তি কামনা করি।”
অভিনেতার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ‘এক ভিলেন রিটার্নস’, ‘সার্কাস’, ‘মরদানি’র মতো ছবিতে কাজ করেছেন।