সান বাংলার পর্দায় এলো নতুন ধারাবাহিক ‘পুতুল TTP’। যেই ধারাবাহিক কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে। অবশেষে ধারাবাহিকের প্রথম প্রোম সামনে আনা হল চ্যানেলের পক্ষ থেকে।
‘পুতুল TTP’ নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী খেয়ালী মন্ডল। যিনি মিলি ধারাবাহিকে অভিনয় করেছেন এবং অভিনেতা সৈয়দ আরোফিন। রয়েছেন রুপাঞ্জনা মিত্রও।
ধারাবাহিকের গল্প দেখে বোঝা গেল নায়িকা পুতুল পরীক্ষায় টেনেটুনে পাশ করায় স্কুল শিক্ষক থেকে মায়ের কাছে অপমান সহ্য করতে হয়। মা পুতুলের বোনকেই বেশি স্নেহ করেন। পুতুলের ইচ্ছে পড়াশুনো করার কিন্তু দুই বোনের খরচ জোগাতে সক্ষম নয় তার বাবা। তাই বিয়ে দিয়ে দেয় পুতুলের।
শ্বশুর বাড়ি গিয়েও পড়াশুনো ভালো না হওয়ায় পুতুলকে অপমান করে সেই বাড়ির ছোট মা। পুতুলের পুত্র সন্তান হলে তিনি জানান, ছেলে যেন তোমার মতো টেনেটুনে পাশ না করে। পুতুল জানায় সে তার সন্তানকে TTP (টেনেটুনে পাশ) হতে দেবে না। সে তার সন্তানকে পড়াশুনো করিয়ে অনেক বড় করে তুলবে।
View this post on Instagram