আসছে আরও এক নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’

কৌশিকী পাল

আগে প্রেম মানে ছিল সরস্বতী পুজোর সকাল, চিঠি লিখে প্রেম নিবেদন। আর বর্তমানে হাতের মুঠোয় ফোন আসার পরেই কি হারিয়ে গেল সেই প্রেমের মিষ্টতা? বর্তমান সমাজের প্রেক্ষাপটে দুই প্রজন্মের প্রেমের সম্পর্ক নিয়েই জি-বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’।

ছোটপর্দায় এই ধরনের গল্প একেবারেই নতুন। পরিচালক স্নেহাশিষ চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন এর তরফে আসছে এই নতুন মেগায় জুটি বাধতে চলেছে ছোটপর্দার দুই চেনা মুখ। ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে দেখা যাবে কৌশিকী পাল ও রাজদীপ গোস্বামী কে। পর্দায় এই প্রথম জুটি বাধবে কৌশিকী-রাজদীপ।

কৌশিকী কে এরআগে দর্শক দেখেছেন ‘গীতা এলএলবি’ তে ‘মেহেক’ এর চরিত্রে। অন্যদিকে রাজদীপকেও দেখা যাচ্ছে আনন্দি ধারাবাহিকে। ‘নিম ফুলের মধু’ তেও ‘পর্ণা’র ছেলের চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ।

গল্পের শুরুতেই দেখা যাবে, স্বয়ম (রাজদীপ) এক সাদামাঠা ছেলে, যে প্রেমে পড়ে জুঁইইয়ের (কৌশিকী)। দুজনেই বয়ঃ’সন্ধির দোরগোড়ায়। এবার জুঁই কি স্বয়মকে মেনে নেবে? সেই নিয়েই এগবে গল্প। জানা যাচ্ছে, আগামী মাস থেকেই শুরু হবে এই ধারাবাহিক।

নতুন মেগায় কৌশিকীর মায়ের ভুমিকায় দেখা যাবে ইন্দ্রাণী দত্তকে। এই গল্পের হাত ধরে ফুটে উঠবে জুঁইইয়ের মায়ের প্রেমের কাহিনীও। গল্পে দেখা যাবে ভরত কল ও অসীম রায়চৌধুরিকেও।