আপনাদের আগেই জানিয়েছিলাম ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে পর্দায় আসছে অরুণিমা, মৈনাক আর অনিন্দ্য। অবশেষে সামনে এলো সেই নতুন ধারাবাহিকের প্রোমো।
জি-বাংলার এই নতুন ধারাবাহিকের নাম ‘কাজল নদীর জলে’। ধারাবাহিকের প্রোমো অনুযায়ী, রবীন্দ্র নৃত্য পরিবেশন করছেন নায়িকা কঙ্কা (অরুণিমা) এবং গান গাইছেন সমুজ্জ্বল বসু (মৈনাক)। দুজন একে অপরকে ভালোবাসে তা স্পষ্ট।
কিন্তু পরিস্থিতির জন্য অন্য পাত্রকে বিয়ে করতে হয় কঙ্কা-কে। শ্বশুরবাড়ির সকলের সাথে আলাপ হলেও তার বরের প্রিয় সোনাদার সাথে তার আলাপ হয়ে ওঠেনি। বৌভাতের দিন সকালে খাবার টেবিলে অনিন্দ্য তার প্রিয় সোনাদার সাথে তার স্ত্রীর পরিচয় করিয়ে দেয়। সোনাদা এবং কঙ্কা দুজন দুজনকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। কঙ্কা সকলকে বুঝিয়ে দেয় যাদবপুর ইউনিভার্সিটির ২০১৯-এর ব্যাচের সমুজ্জ্বল বসু সে খুব ভালো মতে চেনে।
১২ ই আগস্ট থেকে দুপুর ২ টোয় এই ধারাবাহিক আসতে চলেছে টিভির পর্দায়। তবে আচমকাই কেন সব নতুন ধারাবাহিক দুপুরের স্লটে দেওয়া হচ্ছে সেটা দেখেই অবাক হচ্ছেন সকলে। কারণ গল্প যদিও ভালো দুপুরের স্লটে সকলে ব্যস্ত থাকার জন্য ধারাবাহিক টিভিতে দেখতে পারবেন না অর্থাৎ ভালো টিআরপি আসবে না আর টিআরপি না এলে অল্প সময়ে বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক।