জি-বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক ‘দুগ্গামণি ও বাঘ মামা’। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন অভিনেত্রী মানালি দে। আর প্রায় সকলেই জানি এর আগে মানালির প্রত্যেকটি ধারাবাহিক পর্দায় সাফল্য পেয়েছে। সুতারাং এই ধারাবাহিক নিয়েও প্রত্যাশা রাখাই যায়।
আচমকাই এই প্রোমো দেখে অবাক হয়েছেন সকলে। কারণ মানালি ফেরার কোনও আপডেট এর আগে পাওয়া যায়নি। ‘দুগ্গামণি ও বাঘ মামা’ নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে থাকবেন মানালি এবং ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের ছোট শিশু কন্যা রাধিকা কর্মকার।
ধারাবাহিকের প্রোমো অনুযায়ী, মানালি তার মেয়েকে হারিয়ে ফেলেছে। একটি বাড়িতে ভুলে ঢুকে পড়ে ছোট রাধিকা। দেবী দুর্গার চোখ এঁকে দেয় ছোট মেয়েটি। তাই দেবী দুর্গা তাকে বর দেয় সে সকলের মনে কী চলছে দেখতে পারবে। ঠিক সেই সময় সে যেই আশ্রম থেকে পালিয়ে এসেছে সেখানে এক মহিলা তাকে খুঁজতে আসে।
জানা যায় সেই মহিলা ছোট মেয়েটিকে বিক্রি করে দিতে চায়। এদিকে মানালির মেয়ে ছোটবেলায় হারিয়ে গেছে। আর এই ছোট শিশুকে খুঁজে পেয়ে তাকে আঁকড়ে ধরে। এই শিশুটিই কি মানালির মেয়ে? সেটা জানা যাবে পরবর্তীকালে।