একের পর এক বাংলা ধারাবাহিক বন্ধের পালা। ‘সাহেবের চিঠি’র পর আবার আচমকাই বন্ধ হয়ে গেল আরও এক ধারাবাহিক। শুটিং এর শেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়ল ধারাবাহিকের কলাকুশলীরা।
বন্ধ হল সান বাংলার বহু পুরনো ধারাবাহিক ‘কন্যাদান’। মা-হারা মেয়েদের একা হাতে বড় করেছেন এক বাবা, পরিবার-কেন্দ্রিক গল্পই বুনেছিল এই ধারাবাহিক। ভালোই জনপ্রিয়তা পেয়েছিল। আগামী ৪ঠা ফেব্রুয়ারি শেষবারের মতো টিভির পর্দায় দেখা যাবে এই সিরিয়াল।
‘কন্যাদান’-এর শুটিংয়ের শেষদিন ভারাক্রান্ত মন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা নীল চট্টোপাধ্যায় লেখেন, “এক বছর ৯ মাস দীর্ঘ একটা মনে রাখবার মতো সফর। সত্যি এই প্রোজেক্টের অংশ হয়ে গর্বিত। আমার হৃদয়ের একটা জায়গা জুড়ে থাকবে কন্যাদান। এই ফ্লোরটা মিস করব, আর অবশ্যই গোটা টিমকে। সকলকে ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য”।
View this post on Instagram